আমাদের কথা
প্রতিটা মানুষের ক্যারিয়ার নিয়ে একটি স্বপ্ন থাকে। এই স্বপ্নকে সামনে রেখে আমরা আগামীদিনগুলো সাজাতে চেষ্টা করি। কিন্তু পর্যাপ্ত তথ্য না থাকায় আমাদের অনেকেই অভিস্ট লক্ষে পৌছুতে পারিনা, অনেকেই হয়ে পড়ি লক্ষচ্যুত। কারো যেন স্বপ্নভঙ্গ না হয় সেজন্য হাজারো পেশার উপর গাইড তৈরির এক বিশাল দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি।
আমরা চাই সকলে পেশাবিডি থেকে পছন্দমত গাইড বেছে নিয়ে যেন নিজের জীবিকা সাজাতে পারেন। এজন্য দেশের আপাময় জনসাধারণের ক্রয়ক্ষমতা বিচারে নিয়ে আমরা গাইড প্রতি মূল্য মাত্র দশ টাকা রেখেছি।
আমাদের পেশা গাইডগুলো আপনাদের স্বপ্ন পুরনে কাজে এলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।