কিভাবে পড়বেন

আপনি রেজিস্ট্রেশন করার পর আপনার জন্য একটি একাউন্ট তৈরি হবে। এখানেই গাইড পড়তে পারবেন।

Dashboard: এখানে অর্ডার, ডাউনলোড, ঠিকানা, একাউন্ট ডিটেইলস এবং লগআউট থাকছে

Order: আপনি যত অর্ডার করবেন, সব অর্ডার এখানে সব রেকর্ড থাকবে। আপনি জানবেন কবে কি কি গাইড অর্ডার করেছিলেন। কত টাকার বিল ছিলো। আগে যদি কোন গাইড অর্ডার করে থাকেন তাহলে এই রেকর্ড দেখে আর না কিনলেও চলবে।

Download: আপনি যত গাইড কিনেছেন সব এখানে ডাউনলোড হয়ে থাকবে। গাইড পড়ার জন্য আপনার মোবাইলে বা কম্পিউটারে পিডিএফ থাকতে হবে। পিডিএফ থাকলে আপনি তৎক্ষণাৎ গাইড পড়তে পারবেন। আর যদি মোবাইলে পিডিএফ না থাকে তবে আমাদের সাইটের একদম নিচে Google PDF Viewer (গুগুল পিডিএফ ভিউয়ার) এর লিংক দেয়া আছে সেটি ক্লিক করে পিডিএফ ইন্সটল করে নিতে পারবেন। (গুগুল পিডিএফ ভিউয়ার আপনার মোবাইলের মাত্র ২৩ এমবি জায়গা নেবে।

পিডিএফ ইন্সটল করার পর আপনি লাল চিহ্নিত গাইডের নামে চাপ দিলে সেটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনার মোবাইলের DownLoad এ গিয়ে গাইডটি পড়তে পারবেন।

Addresses: এখানে ইচ্ছা করলে আপনার ঠিকানা দিতে পারেন, না দিলেও অসুবিধা নাই।

Accounts details: আপনার নাম, ইমেইল ও পাসওয়ার্ড এখানে দেয়া আছে। আপনি চাইলে এখানে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন।

Wishlist: এই সার্ভিসটি বর্তমানে কার্যকর নাই।

Logout: এখানে চাপ দিলে আপনি সাইট থেকে বেরিয়ে যাবেন। আবার ঢুকতে হলে বা LOGIN করার জন্য ইমেইল ও পাসওয়ার্ড দিতে হবে।