ফ্রি সদস্য হবার পদ্ধতি

পেশাবিডিতে আজীবন সদস্য হওয়া খুব সহজ। এই সাইটের একেবারে উপরে LOGIN/REGISTER এ চাপ দিন। প্রথমে LOGIN এবং এর নিচে REGISTER লিখা আছে। আপনি সদস্য হবার জন্য আগে REGISTER করে না থাকলে এখন REGISTER এ চাপ দিন। এখন Email Address এ আপনার সঠিক ইমেইল লিখুন। মনে রাখতে হবে, একটি ইমেইল আগে ব্যবহার করলে, পরে আর এটি ব্যবহার করা যাবে না। এখন নতুন ইমেইল ব্যবহার করতে হবে। ইমেইল দেবার পর একটি পাসওয়ার্ড দিন।

পাসওয়ার্ডটিতে ১০টি অক্ষর, সংখ্যা এবং সাংকেতিক ব্যবহার করে তৈরি করতে হবে। একটি উদাহরন দেই Kam183@*%#. পাসওয়ার্ডটি দেবার পর দেখবেন সবুজ একটি বারের উপর STRONG লেখা এসেছে কিনা। যদি হলুদ বারের উপর Very Week, Week বা Medium লিখা আসে, তবে STRONG না আশা পর্যন্ত পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখুন যেন ভুলে গেলেও দরকার হলে জেনে নিতে পারেন।

এবার REGISTER চাপুন, ব্যাস হয়ে গেল। আপনি SAVE বাটনে ক্লিক করলে মোবাইলের মেমরি সেটা মনে রাখবে, বার বার পাসওয়ার্ড লিখতে হবে না।